Saturday, December 2, 2023

৯০ টিরও বেশি টিকা নিয়ে গ্রেফতার ব্যক্তি!

People arrested with more than 90 vaccines!

#নিউজ ডেস্কঃ ৯০ টিরও বেশি করোনা ভাইরাস প্রতিরোধকারী টিকা নিয়ে গ্রেফতার হয়েছেন জার্মানির স্যাক্সোনি (Saxony) অঞ্চলের মাগডেবুর্গ (Magdeburg) শহরে বসবাসকারী ৬০ বছরের এক ব্যক্তি। যদিও গ্রেফতারের পর ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

জানা যায়, পুলিশের হাতে আটক হওয়ার আগেই গত কয়েকমাসে ওই ব্যক্তি বিভিন্ন টিকা কেন্দ্রে গিয়ে ওই করোনা টিকা গুলো নিয়েছেন। এরপর আরো দুটি টিকা নিতে গিয়েই ধরা পড়েন তিনি। পুলিশ (Police) বলেন, সংক্রমণ থেকে মুক্তি পেতে ওই ব্যক্তি টিকা গুলো নিয়েছেন এমনটি নয়। আসলে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে ভুয়ো কাগজ পত্র দেখিয়ে টিকা নিয়ে ওই ব্যক্তি সেগুলোকে চড়া দামে দুর্লভ এলাকায় বিক্রি করতেন।

ব্যক্তিটি উৎপাদিত আসল টিকার ব্যাচ (Batch Number) নাম্বার বদলে। নিজের তৈরি করা ব্যাচ নাম্বার বসিয়ে তারপর সেগুলিকে সেল করতেন তিনি।

আপনার জন্য
WhatsApp Logo