Saturday, December 2, 2023

৯জন স্ত্রীকে সময় দিতে আলাদা আলাদা টাইম টেবিল বানালেন স্বামী! সবশেষে পড়লেন বিপদে

#নিউজ ডেস্কঃ ৯জন স্ত্রীকে আলাদা আলাদা ভাবে সময় দিতে টাইম টেবিল বানিয়েছিলেন ব্রাজিলের বাসিন্দা আর্থার উরসো। আর্থারের দাবি, যাতে তার কোনও স্ত্রীর মনে খারাপ না লাগে। এবং সবার সাথে যেন সঠিক সময় কাটাতে পারেন তার জন্যই এই টাইম টেবিল বানিয়েছেন তিনি।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের (Brazil) বাসিন্দা আর্থার এক সাথে ৯টি বিয়ে করে পুরো বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে আর্থার জানিয়েছেন, ৯জন স্ত্রীকে সামলানো বেশ চাপের। আর্থার বলেন, ৯জন স্ত্রীকে সময় বেঁধে দেয়ার পরেও দৈনন্দিন জীবনে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে তাকে। যার কারণে তার জীবনে আনন্দ এবং সুখ দু’টোই হারিয়ে গিয়েছে।

সাক্ষাৎকারে আর্থার বলেন, তিনি ভালোবাসার পাত্র হয়ে উঠতে একসময় ৯জন মহিলাকে বিয়ে করেন। যার কারণে বিবাহিত জীবনে অনেক উত্থান-পতন হচ্ছে তার। জানা গেছে, আর্থারের এক স্ত্রী ইতিমধ্যেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে।

আর্থার বলেন, একজন স্ত্রীর সাথে টাইম টেবিল অনুযায়ী সময় কাটালে অন্যজন অভিমান করে বসে থাকেন। কিন্তু একসাথে তো সবার সাথে সময় কাটানো সম্ভব নয়। আমার তো আরও স্ত্রী রয়েছে। আর্থার আরও বলেন, একজন স্ত্রীকে উপহার দিলে অন্যজন হিংসে করে। আর এইভাবেই তাকে নিয়ে তার ৯জন স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকে। যার প্রভাব পড়ছে আর্থারের দৈনন্দিন জীবনে।
আপনার জন্য
WhatsApp Logo