Friday, December 1, 2023

৩ কোটি ৫ লাখ টাকায় বিক্রি হল একটি গরু

A cow was sold for 3 crore 5 lakh rupees

#নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের একটি খামারে বিক্রি করা হলো ‘পস স্পাইস নামে একটি গরু। তবে গরুটির আকার নয়, গরুটির  বাজার মূল্য আবাক করেছে পুরো বিশ্ববাসীকে। গরুটি বিক্রি করা হয় ৩৬ লাখ ডলারে। ভারতীয় মুদ্রায় যা হিসাব করলে দাঁড়ায় ৩ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা।

জানা যায়, ম্যানচেস্টার (Manchester) এবং কামব্রিয়ার (Cambria) কয়েকজন পশু ব্যবসায়ী খামার করার উদ্দেশ্যে ওই গরুটিকে কিনেছিল তারা।এরপর ১৯৮৯ সালে ক্রিস্টাইন উইলিয়ামস (Christine Williams) নামে এক ব্যবসায়ী খামার তৈরি করে ‘পস স্পাইস’ নামে সেই গরুটিকে নিজের খামারে পালন করেন তিনি।
 
ব্রিটিশ(British)লিমোসিন ক্যাটাল সোসাইটি তারা জানিয়েছে, বর্তমান ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি গরু হল এটি।
 
সিএনএন (CNN) কে দেওয়া এক সাক্ষাৎকারে খামার মালিক ক্রিস্টাইন বলেন, গরুটির এতো ভালো দাম পাবো সেটা আগে ভাবিনি। গরুটিকে নিয়ে খুবই চিন্তিত ছিলাম। খামার মালিক বলেন, গরুটি তার মায়ের থেকেও ভালো বংশ বিশেষত। আর তাই মূলত এতো দামে বিক্রি হয় গরুটি।

আপনার জন্য
WhatsApp Logo