Friday, December 1, 2023

১০০ বার কান ধরে উঠ বস করার ফলে হসপিটালে ভর্তি ৭ ছাত্রী!

#নিউজ ডেস্কঃ স্কুলে আসতে দেরি। তাই ৭ ছাত্রীকে ১০০ বার কান ধরে উঠ বস করালেন স্কুল শিক্ষক। আর তার জেরেই অসুস্থ হয়ে পড়ে ওই ৭ ছাত্রী। ঘটনাটি ঘটেছে, ওড়িশার  বালাঙ্গীর জেলায়। জানা যায়,বালাঙ্গীর জেলার পাটনাগড় এলাকার বাপুজি হাই স্কুলে পড়াশুনা করতো ওই ছাত্রীরা।
ঘটনায় ওই স্কুলেরই কিছু ছাত্র তারা জানায়, সোমবার (Monday) স্কুলে দেরি করে আসার জন্য ওই ৭ ছাত্রীকে ১০০ বার কান ধরে উঠ বস করতে বলেছিল শিক্ষক বিকাশ বরুয়া। প্রথমে ওই ছাত্রীরা উঠ বস করতে রাজি না হওয়ায়। বিকাশ বাবু তাদের উপর রিতিমত জোড় খাটাতে থাকে। এরপর ১০০ বার কান ধরে উঠ বস করার পর অসুস্থ হয়ে পড়ে ওই ৭ ছাত্রী। এরপরেই অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি পাটনাগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। 
 
পাটনাগড় মহকুমা মেডিকেলের অফিসার ডা. পিতাবশ শা তিনি বলেন, হাসপাতালে আনার সময় ওই ছাত্রীদের অবস্থা বেশ খারাপ ছিল। তবে আপাতত ভয়ের কোনো কারণ নেই। আর এই ঘটনার পরেই অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় স্কুল কর্তৃপক্ষ।

আপনার জন্য
WhatsApp Logo