#নিউজ ডেস্কঃ হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে নেমেছেন পিএমএলএম প্রধান শাহবাজ শারিফ এবং পিটিআইয়ের ভাইস-চেয়ারম্যান শাহ আহমদ কুরেশি। দুজনের লক্ষ্য,পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব দখল করা।
আহমদ কুরেশি ছিলেন, ইমরান খান (Imran Khan) সরকারের পররাষ্ট্রমন্ত্রী। এক সাক্ষাৎকারে কুরেশি বলেন, পার্লামেন্ট থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই সোমবার (Monday) বেলা ১২ টায় ইমরান খান পার্লামেন্টে জরুরি বৈঠক ডেকেছেন। এবং সেখান থেকেই নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
এদিকে রোববার (Sunday) শাহবাজ শারিফ তিনি প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত দাখিল করেন। এর আগে কুরেশিও তিনি তার মনোনীত দাখিল করেন সংশ্লিষ্ট স্থানে। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ দুপুর ২ টো পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ রয়েছে। কারণ আজ বিকেল ৩ টে থেকেই শুরু হবে যাচাই-বাছাই প্রক্রিয়া।
এরমধ্যেই আবার পিএমএলএম (PMLM) প্রধান শাহবাজ শারিফের নামে কোর্টে মামলা করে পিটিআই। তবে আদালত পিটিআইয়ের করা সমস্ত মামলা খারিজ করে দেয়।