Saturday, December 2, 2023

স্বামী দেখতে কালো, তাই তাকে খুন করে চম্পট দিলেন স্ত্রী!

Husband-to-see-black-so-the-wife-killed-him-and-ran-away

#নিউজ ডেস্কঃ স্বামী দেখতে কালো। তাই স্বামীকে কুপিয়ে খুন করে এলাকা থেকে চম্পট দিলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে, কালনা অঞ্চলের উতরা গ্রামে। পরে স্থানীয়রা ওই ব্যক্তির দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

খবর সুত্রে জানা যায়, অভিযুক্ত ওই গৃহবধূর নাম হল লক্ষী। পেশায় রাজমিস্ত্রী ভোলা বৈরাগ্য হলেন তার স্বামী।

জানা গিয়েছে, স্ত্রী লক্ষী পারিবারিক চাপের মুখে পড়েই ভোলো বৈরাগ্য’কে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন তিনি। এদিকে স্বামীর গায়ের রঙ নিয়ে ছিল তার প্রচুর আপত্তি। তাই এই নিয়ে সংসারে ঝামেলা অশান্তি লেগেই থাকতো। এক পর্যায়ে এই অশান্তি চরম মাত্রা ধারণ করলে স্ত্রী লক্ষী তার স্বামীকে হত্যা করেন। এদিকে পুলিশ ওই গৃহবধূর বাড়ি গেলে তারা দেখতে পান, বাড়ির সবাই অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পুলিশের অনুমান, হয়তো ওই গৃহবধূ প্রথমে বাড়ির সদস্যদের ঘুমের ঔষধ খাইয়ে অজ্ঞান করেন। তারপর স্বামী ভোলাকে হত্যা করেন তিনি। তবে ভোলার দেহ রাস্তায় পাশে কিভাবে পৌঁছালো সেটা যানা সম্ভব যায়নি।

ঘটনায় এক প্রতিবেশী জানায়, স্ত্রী লক্ষীর সাথে নাকি এক যুবকের পরকিয়ার সম্পর্ক রয়েছে। তবে পুলিশ অভিযুক্ত ওই মহিলার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে।
আপনার জন্য
WhatsApp Logo