Friday, December 8, 2023

স্ত্রী ভুল বুঝে বাপের বাড়ি চলে যাওয়ায় অভিমানে আত্মহত্যা স্বামীর

Husband-commits-suicide-out-of-pride-as-his-wife-misunderstands-and-leaves-his-father's-house

#নিউজ ডেস্কঃ স্ত্রী ভুল বুঝে বাপের বাড়ি চলে যাওয়ায় অভিমানে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেন কবির হোসেন (২১) নামে এক যুবক। রোববার ১০ এপ্রিল (April) সকালে বাংলাদেশের (Bangladesh) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

জানা যায়, মাস কয়েক আগে জেলার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিদেশ্বর গ্রামের রুহুল আমিনের মেয়ে নিশিতার (১৯) সঙ্গে বিয়ে হয়েছিল কবিরের। কিন্তু বিয়ের পর থেকে স্ত্রী নিশিতার সঙ্গে কবিরের সাংসারিক অশান্তি লেগেই থাকতো। যার জেরে স্ত্রী রাগ করে বেশ কয়েকবার বাপের বাড়ি চলে যায়। এরপর স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনেন কবির। এরপর শুক্রবার (Friday) আবারও বাপের বাড়ি চলে যায় নিশিতা। কিন্তু এবার স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে। অভিমানে ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে কবির।

এরপর কবিরকে স্থানীয় লোকেরা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবরঃ যমুনা টেলিভিশন।
আপনার জন্য
WhatsApp Logo