Saturday, December 2, 2023

স্ত্রীর সাথে দেখা করতে ২ হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রেফতার যুবক

Arrested-youth-after-crossing-2,000-kilometers-of-sea-to-meet-his-wife

#নিউজ ডেস্কঃ স্ত্রীর সাথে দেখা করতে বিশাল সমুদ্রপথ পাড়ি দিয়ে গ্রেফতার হয়েছেন যুবক। ওই যুবক ভিয়েতনামের (Vietnam) বাসিন্দা। আর স্ত্রী থাকেন ভারতের মুম্বাই (Mumbai) শহরে।
 
জানা যায়, গত দু’বছর করোনা ভাইরাসের জেরে ভারতে আটকা পড়ে গিয়েছিল ওই যুবকের স্ত্রী। তাই দু’বছর স্ত্রীর সাথে কোন প্রকার দেখা সাক্ষাৎ না হওয়ায় ২ হাজার কিলোমিটারের এক বিশাল সমুদ্রপথ পাড়ি দেবার সিদ্ধান্ত নেন হো হোয়াং হু। যদিও ওই যুবকের মনস্কামনা তাতে পূর্ণ হয়নি।গত ১৬ মার্চ (March) থাইল্যান্ডের মূল ভূখণ্ড থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সিমিলান (Similan) দ্বীপের কাছে ওই যুবককে আটক করে থাইল্যান্ডের একটি নৌবাহিনীর দল।
তবে অবাক করা বিষয়টি ছিল, ওই যুবকের সাথে থাকা সরঞ্জাম। ২ হাজার কিলোমিটার বিশাল সমুদ্রপথ পাড়ি দেবার জন্য ওই যুবকের সাথে ছিল না ‘মানচিত্র’ না ছিল পর্যাপ্ত খাবার। শুধুই সুটকেসের ভেতর ছিল ফাঁকা জলের বোতল, আর ১০ প্যাকেট নুডল্‌স।
 
যুবক জানায়, সে তার স্ত্রীর সাথে দেখা করতে ভিয়েতনামের শহর হো চিন মিন (Ho Chin Min) বিমানবন্দরে টিকিট কাটতে গিয়েছিল। কিন্তু ওখানে জানানো হয়, ভিসা  ছাড়া ভারতে প্রবেশ করা যাবে না। আর এরপরেই ওই যুবক অন্য রাস্তা বেছে নেন।

যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার জন্য
WhatsApp Logo