Saturday, December 2, 2023

সঙ্গীর অবৈধ সম্পর্ক আছে কি নেই, বুঝুন তার পা দেখে

#নিউজ ডেস্কঃ সঙ্গীর কারো সাথে অবৈধ সম্পর্ক রয়েছে কি নেই সেটা একমাত্র বোঝা যাবে তার পায়ের মাপ দেখেই। এমনটাই জানিয়েছেন, ইললিসিট এনকাউন্টার্স‘‌ (Ellisit Encounters) নামে একটি লাইফস্টাইল ম্যানেজমেন্ট সংস্থা। তাদের দাবি, তারা ১৫০০ জন পুরুষের উপর এই নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন।

সমীক্ষায় মূলত উঠে এসেছে যে, পুরুষদের পায়ের পাতার মাপের সঙ্গে তাদের অবৈধ সম্পর্কের কথা জড়িয়ে রয়েছে। যেমন, যেসমস্ত পুরুষদের পায়ের পাতার দৈর্ঘ্য বেশি নিঃসন্দেহে তাদের পরকীয়ায় জড়িয়ে থাকারও সম্ভাবনা বেশি। অর্থাৎ কোন পুরুষ যদি ১০ বা তারও বড় সাইজের জুতো পড়েন। তাহলে এর চেয়েও ছোট সাইজের জুতো পড়া পুরুষদের থেকে তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে থাকার বেশি সম্ভাবনা রয়েছে।
সমীক্ষার প্রধান বিচারপতি ক্রিশ্চিয়ান গ্র্যান্ট জানান, যে সমস্ত পুরুষদের জুতোর সাইজ ১০.৫ হয়ে থাকে। তাদের স্ত্রী বা প্রেমিকা ছাড়াও অন্য কারো সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে। ক্রিশ্চিয়ান বলেন, সমীক্ষা বলছে যে, যে সমস্ত পুরুষেরা ৭ থেকে ৯ সাইজের জুতো পরিধান করেন তারা স্ত্রী কিংবা প্রেমিকার সাথে সবচেয়ে বেশি একনিষ্ঠ।
 
ক্রিশ্চিয়ান আরও বলেন, অনেকেই আছেন যারা এই সমস্ত সমীক্ষায় বিশ্বাস করেন না। কিন্তু তাদের ভাবতে হবে এটা কাগজে লেখা বা মুখে বলা কথা নয়। এটি মূলত একটি সমীক্ষা। আর সমীক্ষা কখনও ভুল প্রমাণিত হয় না।  
 
ক্রিশ্চিয়ান জানান, আমাদের বিল ক্লিন্টন (Bill Clinton) বা টাইগার উডসের (Tiger Woods) মতো বিখ্যাত ব্যক্তিদের কথা মনে আছে। যারা বড় মাপের জুতো পড়তেন। এবং তাদের প্রত্যেকেরই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল।
আপনার জন্য
WhatsApp Logo