শুধুমাত্র মজা পেতেই ৫ হাজার নবজাতককে ভুল মা-বাবার হাতে তুলে দিলেন নার্স

The-nurse-handed-over-the-wrong-parents-of-5000-newborns-just-to-have-fun

#নিউজ ডেস্কঃ গত ১২ বছর ধরে ৫  হাজার নবজাতককে ভুল মা-বাবার হাতে তুলে দিয়েছিলেন ইউনিভার্সিটি ওফ টিচিং (University of Teaching) হসপিটালে কর্মরত এক নার্স। ওই নার্সের দাবি, তিনি শুধু মাত্র মাজা পেতেই এই কাজ করেন। এলিজাবেথ ব্যয়ালিয়া মোয়েওয়া নামে ওই নার্স মূলত জাম্বিয়ার (Zambia)  বাসিন্দা।

এক সাক্ষাৎকারে ব্যয়ালিয়া জানান, তিনি এখন ক্যান্সারে আক্রান্ত। বেশি দিন আর বাঁচবেন না। এবং নিজের অতীতে করা খারাপ কাজ গুলির জন্য এখন তিনি ভগবানের কাছে ক্ষমাপ্রার্থী। ব্যয়ালিয়া বলেন, একসময় মজা করে তিনি ৫ হাজার নবজাতককে তাদের ভুল মা-বাবার হাতে তুলে দিয়েছিলেন। আর এটা করে তিনি প্রচুর মজা পেতেন


যদিও ব্যয়ালিয়ার দাবি, পরে অবশ্য কোন দম্পতি তারা তাদের সন্তানদের যোগ্য নথিপত্র দাবি করতে কোনদিনও হসপিটালে আসেননি। তবে ১২ বছর ধরে ৫ হাজার শিশু বদলের খবর আদৌও সত্যি কিনা সেটা জানা সম্ভব হয়নি।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment