#নিউজ ডেস্কঃ ফ্রান্সের রাষ্ট্রপতি মেরি লু-পেন তিনি ঘোষণা করেন যদি তিনি আবারও ক্ষমতায় ফেরেন তাহলে ফ্রান্সে নিষিদ্ধ ঘোষণা করা হবে হালাল পদ্ধতিতে পশু হত্যা। মেরি-লু-পেনের এমন ঘোষণায় ইতিমধ্যেই তীব্র বিক্ষোভ তৈরি হয় দেশটির মুসলিম সম্প্রদায় ও ইহুদিদের মধ্যে।
মেরি-লু-পেন (Mary-Lu-Pen) জানিয়েছেন, হালাল পদ্ধতিতে পশু হত্যা করা অমানবিক এবং পশুদের জন্য তীব্র যন্ত্রণাদায়ক। তাই ধর্মীয় রীতি রেওয়াজ অনুযায়ী এইভাবে আর পশু হত্যা করা যাবে না। বরং তার বদলে পশুদের ব্যথানাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে অনুভূতি শূন্য করতে হবে।
এদিকে দেশটির ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মানুষে তরফে এই বিষয়ে বলা হয়, এই আইন ইহুদি (Jew) এবং ইসলামে গ্রহণযোগ্য নয়। তাই এই ঘোষণাকে নিজেদের ধর্ম পালনে বাধা বলে মনে করছেন দেশটির দুই সম্প্রদায়ের মানুষ। মেরি বলেন, পশুদের কষ্ট কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এমনকি মেরির এই ঘোষণার পর তার বক্তব্যকে বৈষম্যমূলক ও দ্বিমুখী আচরণ বলেও আখ্যা দিয়েছেন দেশটির দুই সম্প্রদায়ের মানুষ। তারা বলেন, মেরি ষাঁড়ের লড়াই এবং প্রাণী শিকারের বিরুদ্ধে কোন কথা বলেনি।
#আরো পড়ুনঃ কোরআন পোড়ানোর জেরে উত্তাল সুইডেন