#নিউজ ডেস্কঃ বান্দরবানে চম্পাতলী এলাকার একটি মুরগির খামারে আম আকৃতির একটি মুরগির ডিম পাড়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, রবিবার (Sunday) সকালে আম আকৃতির ওই ডিমটি পাড়ে মুরগি।
এদিকে খামার মালিক মোহাম্মদ মহসীন যিনি উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের উপ-সহকারী হিসেবে কর্মকর্ত। তিনি জানান, তার খামারে পালিত ওই মুরগিটি গত কয়েকদিন ধরেই ওমন আম আকৃতির ডিম পাড়ছে। যেই ডিম কিনা দেখতে হাজির হয় বিভিন্ন প্রান্তের এলাকাবাসীরা।
মোহাম্মদ মহসীন বলেন, তার খামারের মুরগিগুলির মধ্যে ওই মুরগিটির বয়স ১ বছর। মুরগিটি প্রথম প্রথম স্বাভাবিক আকৃতির ডিম দিলেও গত দুইদিন থেকে ঠিক অবিকল আম আকৃতির ডিম দিচ্ছে।
মহসীন আরোও বলেন, অদ্ভুত আকৃতির ওই ডিম টিকে ঢাকা (Dhaka) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিমটি পরিক্ষা করে দেখবেন।
ঘটনাটি ঘটেছে, বাংলাদেশে (Bangladesh)