#নিউজ ডেস্কঃ মিসরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে পর্যটকবাহী একটি বাস। এর পর সঙ্গে সঙ্গেই সেই বাসটিতে আগুন ধরে যায়। ফলে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অনেকেই সেই আগুনে দগ্ধ হয়ে পুড়ে মারা যান।
সিনএনবিসির খবর অনুযায়ী, বুধবার (Wednesday) মিসরের আসওয়ান শহরে এই দুর্ঘটনা ঘটে। খবর সুত্র অনুযায়ী, বাসের ভেতর আগুনে দগ্ধ হয়ে পুড়ে মারা যান ১০জন পর্যটক। যার মধ্যে ৪ ফরাসি নাগরিক এবং ১জন ছিলেন বেলজিয়ামের নাগরিক। বাসটি এসনার মন্দির থেকে নীলনদের তীরে যাচ্ছিল।
উদ্ধার কারি দল জানায়, গুরুতর আহত এবং দগ্ধ হয়েছেন আরও ১৪ জন। যাদের মধ্যে সবাই ছিলেন বিদেশি নাগরিক। উদ্ধার কারি দলের তথ্য অনুযায়ী, নিয়ত ১০ জনের মধ্যে ৫ জনই ছিলেন মিসরের নাগরিক। জানা যাচ্ছে, আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৩০ টি এম্বুলেন্স।