Friday, December 8, 2023

মাত্র ১৩ টাকা খরচ করলেই পাওয়া যাবে গার্লফ্রেন্ড

#নিউজ ডেস্কঃ মাত্র ১৩ টাকা খরচ করলেই পাওয়া যাবে মন পছন্দসই গার্লফ্রেন্ড। শুনতে হাস্যকর মনে হলেও এমনি একটি ব্যবসা শুরু করেছিল পাশ্ববর্তী দেশ চীন (China)। যেখানে সদা সিঙ্গেল যুবকরা মাত্র ১৩ টাকার বিনিময়েই পেয়ে যেতে তাদের সঙ্গী।


চিনের ভিটালিটি সিটি (Vitality City) শপিং কমপ্লেক্সে এ ১৫ জন যুবতিকে নিয়ে এই ব্যবসা শুরু করা হয়েছিল। তবে গার্লফ্রেন্ড নেওয়ার জন্য অবশ্য কিছু শর্ত ছিল। যেই শর্ত মানলেই যে কোন যুবক তারা তাদের মনের মতোন গার্লফ্রেন্ড পেয়ে যেত ১৩ টাকার বিনিময়ে।

শর্ত অনুযায়ী, ১৩ টাকার গার্লফ্রেন্ড তো পাওয়া যেত তবে তা অল্প সময়ের জন্য।১৩ টাকার গার্লফ্রেন্ডের সাথে সুখ দুঃখের সমস্ত কথা সেয়ার করা যেত। এবং তাকে নিয়ে যে কোন যায়গায় ঘুরতেও নিয়ে যাওয়া যেত। কিন্তু সেই গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে ছিল কঠোর নিষেধাজ্ঞা। অন্যদিকে  আবার কোন যুবক যদি ওই গার্লফ্রেন্ডের সাথে ২০ মিনিটেরও অধিক সময় ব্যায় করে তাহলে সেই যুবককে দিতে হতো অতিরিক্ত শুল্ক। 

কার্যত এই ব্যবসাই একসময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল চীনে। পাশাপাশি চীন ছাড়াও এই ব্যবসা লক্ষ্য করা গিয়েছিল আরো অধিকাংশ দেশ গুলোতে।


আপনার জন্য
WhatsApp Logo