Thursday, December 7, 2023

মাঝ আকাশে পর্ণ ভিডিও দেখতে গিয়ে সাসপেন্ড হলো পাইলট

#নিউজ ডেস্কঃ মাঝ আকাশেই পর্ণ ভিডিও দেখতে ব্যস্ত ভারতীয় এক বিমান পাইলট। আর এই খবর প্রকাশ্যে আসতেই চাকরি থেকে বরখাস্ত করা হয় ওই পাইলটকে। জানা যায়, দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর দিকে রওনা দিচ্ছিলেন ওই পাইলট। তার তখনই এই ঘটনা ঘটে।

খবর সুত্র অনুযায়ী, ৪০ এর উর্দ্ধে ওই পাইলট আমেরিকায় বহুবার প্লেন উড়িয়ে ছিলেন তিনি। এবং তিনি ছিলেন বিমানের ফাস্ট অফিসার। ফ্লাইটের মধ্যে শিশু পর্নোগ্রাফি ভিডিও দেখার অভিযোগে বিমানটি সানফ্রান্সিসকো (Francisco) এয়ারপোর্টে অবতরণ করলে শেষমেষ বিমান যাত্রীদের সামনেই গ্রেফতার করা হয় পাইলটকে। 

মুম্বাই বিমানবন্দর সুত্রের খবর, ভিসা ও পাসপোর্ট জব্দ করা হয়েছে অভিযুক্তের। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও  বিমানে পর্ণ ভিডিও দেখার একাধিক অভিযোগ ছিল ৫০ বছর বয়সী ওই পাইলটের বিরুদ্ধে। তাই নজরদারি চালানো হয়েছিল তার উপর।
 
মার্কিন ব্যুরো অব কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটকশন্স জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনোদিন ওই পাইলটকে যুক্তরাষ্ট্রের ঢুকতে দেওয়া হবে না বলে জানায় তারা।

আপনার জন্য
WhatsApp Logo