#নিউজ ডেস্কঃ ভালোবাসা ও পবিত্র আত্মার মানুষ হলেন ইমরান খান। তাই তার সমর্থনে বিশাল এক জনসভার আয়োজন করলো পিটিআইয়ের (PTI) নেতাকর্মীরা। মঙ্গলবার (Tuesday) ১৯ এপ্রিল পাকিস্তানের রাজধানী কারাচিতে (Karachi) রাতভর চলে এই সমাবেশ অনুষ্ঠান।
দ্যা ডনের খবর অনুযায়ী,এই বিশাল সমাবেশ অনুষ্ঠান চলাকালীন ইমরান খানের (imran Khan) বিপক্ষে যাওয়া দল গুলিকে তীব্র ভৎসনা করা হয় পিটিআইয়ের নেতা কর্মীদের তরফ থেকে। এমনকি তারা মার্কিন সমর্থকদেরও বিশ্বাসঘাতক বলে ব্যখ্যা করেছেন।
পিটিআইয়ের তরফে বলা হয়, অসৎ এবং অবিদ্যমান ব্যক্তিদের সরানো না হলে পাকিস্তান খুব শীঘ্রই ক্রীতদাসে পরিনত হয়ে যাবে। পিটিআই নেতাদের দাবি, তাদের ইমরান খান পদের জন্য লড়াই না করে দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন।
#আরো পড়ুনঃ কোরআন পোড়ানোর জেরে আবারও উত্তাল সুইডেন!