Friday, December 8, 2023

ব্রাজিলে বন্যা এবং ভুমিধস! একই পরিবারে ৭ জনের মৃত্যু

Floods-and-landslides-in-Brazil!7-members-of-the-same-family-died

#নিউজ ডেস্কঃ ব্রাজিলে প্রবল বন্যা এবং ভূমিধসের জেরে সেদেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৪ জন। যার মধ্যে একই পরিবারে ৭ জন সদস্যের মৃত্যু হয়েছে। এবং ৮ জন শিশু প্রাণ হারিয়েছে বলে খবর। 

জানা গিয়েছে, গেলো দুদিনে প্রবল বৃষ্টিপাতের জেরেই এই বন্যার উৎপত্তি। জলের তলায় চলে গিয়েছে রিডিও (Redio) এবং জেনিরিও (Generio) নামে দুটি শহর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখন পর্যন্ত ৮০০ মিলিলিটার বৃষ্টিপাত হয়ে রেকর্ড ভেঙেছে। এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৭৫ হাজার মানুষ। দুর্যোগ মোকাবেলায় নামানো হয়েছে সেনাবাহিনী। ঘটনায় দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো তিনি জনগনকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।
এবং গত ফ্রেব্রুয়ারি (February)  পেত্রোপোলিস (Petropolis) শহরে বন্যায় প্রাণ হারিয়েছিল ২৩৩ জন। তবে বর্তমান বন্যা এবং ভূমিধসে ক্ষয়ক্ষতি আরো বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আপনার জন্য
WhatsApp Logo