Tuesday, December 10, 2024

ব্যক্তির গোপনাঙ্গে আটকে রইলো ২ কেজি ওজনের একটি ডাম্বেল! হতবাক চিকিৎসক

#নিউজ ডেস্কঃ এক ব্যক্তির গোপনাঙ্গে আটকে ২ কেজি ওজনের একটি ডাম্বেল।এরপর প্রচন্ড ব্যথা নিয়ে ওই ব্যক্তি সোজা ছুটে যান স্থানীয় এক চিকিৎসকের কাছে। চিকিৎসক ওই ব্যক্তির গোপনাঙ্গের (মলদ্বারের) X-ray রিপোর্ট বার করান। আর সেই রিপোর্ট পরিক্ষা করতেই চোখ কপালে উঠে যায় ওই চিকিৎসকের। দেখা যায় স্যতি স্যতি ব্যক্তির গোপনাঙ্গে (মলদ্বারে) আটকে রয়েছে ওই ডাম্বেলটি।

ঘটনাটি সামনে এসেছে, ব্রাজিল থেকে। যেখানে ওই ব্যক্তির গোপনাঙ্গে ডাম্বেল আটকে যাওয়ার কারনে প্রচুর কষ্ট পাচ্ছিলেন তিনি। প্রথমে চিকিৎসক ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা প্রধান করলেও ব্যথা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছিলেন না তিনি। আর এরপরেই চিকিৎসক ব্যক্তির X-ray রিপোর্ট বার করান। যেই রিপোর্ট কিনা স্যতি চমকে যাওয়ার মতোন।

ঘটনায় ওই ব্যক্তিকে তার গোপনাঙ্গে (মলদ্ধার) ডাম্বেল আটকানোর বিষয়ে জিগ্যেস করা হলে ওই ব্যক্তি বলেন, চরম সুখ পেতেই এই কাজ করেছেন তিনি। ব্যক্তি বলেন, তার গোপনাঙ্গে ডাম্বেল আটকে গেলে প্রথমে তা নিজেই বার করার চেষ্টা করেন। কিন্তু এতে ব্যর্থ হন। আর এরপরেই বাধ্য হয়ে চিকিৎসকের কাছে ছুটে যান তিনি
 
এরপর চিকিৎসক ওই ব্যক্তির গোপনাঙ্গের অপারেশন করে ২ কেজি ওজন সম্পুর্ন সেই ডাম্বেলটিকে বের করতে সক্ষম হয়।
আপনার জন্য
WhatsApp Logo