Thursday, December 7, 2023

বেআইনি ভাবে ইউরোপ পাড়ি দেবার চেষ্টা, লিবিয়া পুলিশের হাতে আটক ২৪০ বাংলাদেশী

240 Bangladeshis detained by Libyan police for trying to cross into Europe illegally

#নিউজ ডেস্কঃ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ (Europe) ঢোকার চেষ্টা! লিবিয়া পুলিশের হাতে আটক হল ২৪০ জন বাংলাদেশি। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এম এম শামীম উজ জামান ২৫ এপ্রিল (April) এই তথ্য নিশ্চিত করেছেন।

লিবিয়া পুলিশের তরফে জানানো হয়,তারা শনিবার মিসরাতা (Misrata) জেলার উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাওয়া ৫৪১ জনকে আটক করে। যাদের মধ্যে বেশিরভাগই ছিল বাংলাদেশী নাগরিক। পরে আটককৃতদের রাজধানী ত্রিপোলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়।

এদিকে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা সবাই মানবপাচারকারীদের সহায়তায় ইউরোপ যাচ্ছিল। এমএম শামীম উজ জামান জানান, আটক বাংলাদেশিদের আইওএমের (IOM) মাধ্যমে দেশে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যেই ওই সংস্থার সাথে যোগাযোগ করেছে দূতাবাস।
আপনার জন্য
WhatsApp Logo