Friday, December 8, 2023

বৃদ্ধার কামড়ে গুরুতর আহত সাপ! পরে হসপিটালে বৃদ্ধার মৃত্যু

Seriously-injured-snake-bit-the-old-woman-The-old-woman-later-died-at-the-hospital

#নিউজ ডেস্কঃ বৃদ্ধার কামড়ে গুরুতর আহত হয় সাপ। এরপর সেই সাপের বিষক্রিয়ায় মৃত্যু হয় বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে,গুজরাটের (Gujarat) মহিসাগর এলাকায়।

খবর সুত্রে জানা যায়, ওই বৃদ্ধার নাম প্রভাব গলা বাড়িয়া (৭০)

জানা গেছে, ওই বৃদ্ধা ক্ষেতে কাজ করছিলেন। আর তখনই একটি সাপ এসে বৃদ্ধাকে কামড় দেয়। এতে তিনি প্রচন্ড পরিমানে রেগে যান। আর এরপরেই সেই সাপটিকে হাতে তুলে নিয়ে তাকে কামড়ে থাকেন ওই বৃদ্ধা। এমনকি কামড়ে কামড়ে গুরুতর আহত করে ফেলেন সেই সাপটিকে।

এদিকে সেই সাপের কামড়ে বিষ ছড়িয়ে পড়ে বৃদ্ধার শরীরে। স্থানীয়রা তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এরিমধ্যে সাপ আর মানুষের কামড়ের খেলায় হার মানেন ওই বৃদ্ধা।


আপনার জন্য
WhatsApp Logo