#নিউজ ডেস্কঃ নিজ দেশের ঊর্ধ্বতন দুই সেনা কর্মকর্তাকে বিশ্বাস আর ভরসা করে ঠকেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelensky)। এমনি একটি খবর উঠে আসছে। কারণ, এতো দিন দেশবাসীর লড়াকু মনোভাবকে সঙ্গি করে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে যেভাবে লড়াই চালিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এবার সেই তিনিই বিশ্বাস ঘাতকের শিকার তার নিজ সৈন্যদের হাতে।
বৃহস্পতিবার(Thursday) ৩১ মার্চ (March) একটি রেডিও (Radio) ভাষণে দুই বিশ্বাস ঘাতক সেনা প্রধানের নাম ঘোষণা করেন জেলেনস্কি। আর তারা হলেন, ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রাক্তন প্রধান নওমভ আন্দ্রি ওলেহোভিচ (Naomov Andrei Olehovich) এবং খেরসন অঞ্চলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা অফিসের প্রাক্তন প্রধান ক্রাইভোরুচকো সের্হি ওলেকসান্দ্রোভিচ (Kryvoruchko Serhi Oleksandrovich)। এবং তাদের দুজনকেই সেনা পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
জেলেনস্কি রেডিওতে বলেন, এরপর অন্য কেউ ইউক্রেনীয়র বিশ্বাস ঘাতকের অভিযোগ প্রমাণিত হলে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে। জেলেনস্কি আরো বলেন, দুই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল, তাদের জন্ম ভূমি কোনটা সেটাই তারা ঠিক করতে পারেননি। সাথে রাষ্ট্রীও এবং জনগনের প্রতি নেওয়া আনুগত্যের শপথ নীতি লঙ্ঘন করেছেন দুই সেনা প্রধান।