#নিউজ ডেস্কঃ নিজের বিয়েতে অতিথিদের খাবারের সাথে গাঁজা মিশিয়ে গ্রেফতার হয়েছেন বর সহ ক্যাটারিং সার্ভিসের লোকজন। ঘটনাটি ঘটে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। গ্রেফতারের পর জানা যায়, মজার ছলেই এই কান্ডটি ঘটিয়েছেন বর। এরপর গাঁজা মিশ্রিত খাবার খাওয়ার পর অতিথিরা অসুস্থ হয়ে পড়লে অ্যান্ডরিউ সভোবোদা ও ড্যানা সভোদার বিয়ের অনুষ্ঠানে পৌঁছায় জরুরি পরিষেবার লোকজন।
এদিকে বরের কাকা ডগলাস পোস্টমা (Douglas Postma) তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গাঁজা মেশানো খাবার খেয়ে প্রথমে তার হৃদস্পন্দন বেড়ে যায়। এবং বিচিত্র অনুভূতি হচ্ছিল তার। এমনকি বিয়েতে বাকি অতিথিদেরও একই অবস্থা ছিল। সবচেয়ে খারাপ অবস্থা ছিল বরের স্ত্রীর। এবং তাকে হাসপাতালে ভর্তি করা হলে রক্তে গাঁজার নমুনা খুঁজে পায় চিকিৎসকরা।
বরের বন্ধু মারিন্ডা ক্যাটি (Marinda Katie) বলেন,আমি অলিভ অয়েল দিয়ে রুটি খাওয়ার পর প্রচন্ড নেশা অনুভব করি। এরপর ক্যাটারিং সার্ভিসের একজন লোককে এই বিষয়ে জিজ্ঞাস করলে তিনি বলেন ‘হ্যা’ খাবারে গাঁজা মেশানো হয়েছে।