#নিউজ ডেস্কঃ মালদ্বীপ থেকে নিজ দেশ বাংলাদেশে (Bangladesh) ফেরার পর ঢাকা হজরত শাহজালাল (Hazrat Shahjalal) বিমানবন্দরে দুই স্ত্রী তার স্বামীকে বাড়ি ফেরানো নিয়ে তাদের মধ্যে টানাটানি ও সংঘর্ষ বাঁধে। এরফলে আহত হন স্বামী মাইনুদ্দিন মিয়াজি মাইনুল। এরপর বাড়ি ফিরে ওই ব্যক্তি তার দুই স্ত্রীকে নিয়ে গ্ৰামের সালিশি সভায় দ্বারস্থ হন। সালিশি সভায় মাইনুদ্দিন তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে বেছে নেন।
জানা গেছে এর আগেও গত মঙ্গলবার (Tuesday) প্রবাসী স্বামী মাইনুদ্দিন তিনি শাহজালাল বিমানবন্দরে পৌঁছনোর পর তার দুই স্ত্রী তাকে নিয়ে দুজনের মধ্যে গুরুতর সংঘর্ষ বাধে। এরপর বিমান বন্দরের আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এবং সোমবার (Monday) ৪ এপ্রিল (April) বিকেলে কুমিল্লার দাউদকান্দি (Daudkandi) উপজেলার ইলিয়টগঞ্জে গ্ৰামের মুরব্বিদের সামনে মাইনুদ্দিন তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রীকে বেছে নেন। মাইনুদ্দিন তার প্রথম স্ত্রীর ভরণপোষণ বাবদ প্রতি মাসে ২ হাজার টাকা ও পাঁচ এক জমি লিখে দেবার সিদ্ধান্ত নেন। এবং সালিশি সভায় উভয় পক্ষেরই পরিবার মাইনুদ্দিনের এই সিদ্ধান্ত তারা মেনে নেন।