Friday, December 8, 2023

পাতাল রেল স্টেশনে গুলি, আহত ১৩

#নিউজ ডেস্কঃ নিউইয়র্কের (New York) একটি পাতাল রেল স্টেশনে গোলাগুলির সংঘর্ষের জেরে আহত হয়েছেন ১৩ জন। মঙ্গলবার (Tuesday) সকাল ৮ টার দিকে থার্টি-সিক্সথ স্ট্রিটের সানসেট পার্ক স্টেশনে এই ঘটনা ঘটেছে।

এদিকে ঘটনা স্থল থেকে কিছু ছবি উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে কারো বুকে কিংবা কারো পায়ে গুলি লাগে। এবং তারা প্রত্যেকেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মাটিতে।

ঘটনায় পুলিশ জানায়,স্টেশনের ভিতর থেকে কিছু বোমাও উদ্ধার করা হয়। যেগুলো ছিল অবিস্ফোরিত। পুলিশ জানায়, এই ঘটনার ফলে পাতাল রেলের অন্তত চারটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। যারা ছিলেন বেশিরভাগই রেল ও নিরাপত্তা কর্মী। তবে হামলাকারী ওই সন্দেহভাজন ব্যক্তিকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

নিউইয়র্কের দমকল বিভাগ জানায়, প্রথমে তারা স্টেশনের ভিতর থেকে ধোঁয়া বেড়িয়ে আসার খবর পান। কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতেই দেখা যায়, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কিছু মানুষ।
আপনার জন্য
WhatsApp Logo