#নিউজ ডেস্কঃ পাকিস্তান থেকে ধেয়ে আসা বালুর ঝড়ে নষ্ট হয়ে গেল ঐতিহ্যবাহী স্থাপত্য সোনার কেল্লা। এদিন বুধবার (Wednesday) রাজস্থানের জয়সলী শহরের (Jaisalmer city) কাছে মধ্যরাতে আছড়ে পড়ে ওই ঝড়টি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছে, ঝড়টি প্রায় ৪৫ মিনিট ধরে তান্ডব চালায়। এরপর ঝড়টি কিছুটা শান্ত হলে দেখা যায় মন্দিরের অনেক কিছুরই ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ঝড়ের তাণ্ডবের সময় মন্দিরের আশেপাশে কেউ না থাকায় হতাহতের কোন খবর আসেনি। তবে মিডিয়া সুত্র থেকে জানা যায়, ঝড়ের দাপট এতোটাই ছিল যে জয়সলমী শহরের অনেক বৈদ্যুতিক খুঁটি উড়ে যায়। অনেক বাড়ির টিনের চাল উড়ে যায়। এমনকি গোটা শহরটা লোডশেডিংয়েও ডুবে যায়।
জানা গেছে, ঝড়ের তাণ্ডব কিছুটা শান্ত হলে জয়সলমী শহরে হালকা বৃষ্টিপাত শুরু হয়। যা বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলেছিল।