Thursday, December 7, 2023

নাইজেরিয়ায় ট্রেন হামলার পর খুঁজে পাওয়া যাচ্ছে না ১৬৮ জন যাত্রী

168 passengers missing after train crash in Nigeria

#নিউজ ডেস্কঃ সোমবার (Monday) ২৮ জানুয়ারী (January) সন্ধ্যা বেলায় নাইজেরিয়ার আবুজা (Abuja) থেকে কদুনা (Kaduna) শহরের দিকে যাবার পথে একটি যাত্রীবাহী ট্রেনকে থামিয়ে তার উপর হামলা চালায় দুষ্কৃতিরা। হামলায় নিহত হয় ৮ জন। আহত হয়েছে আরো অনেকে। এবং ট্রেন যাত্রীদের মধ্যে ১৬৮ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

হামলার পর এক প্রত্যক্ষদর্শী জানায়, আনুমানিক ৮ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। তবে নিখোঁজ হওয়া যাত্রীদের অপহরণ করা হয়েছে কিনা সেটাও নিশ্চিত করতে পারেনি রেল কর্তৃপক্ষ। ওই প্রত্যক্ষদর্শী বলেন, সন্ত্রাসবাদীরা ট্রেনে উঠে এলোপাথাড়ি গুলি করতে থাকে। 
 
জানা গেছে, সন্ত্রাসবাদী হামলায় আক্রান্তদের মধ্যে ১৮ জন ছিলেন পুলিশ (police) কর্মী। কিন্তু তারা সবাই ছিলেন নিরস্ত্র। তবে এই হামলার পর কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী তার দায় স্বীকার করেনি।

আপনার জন্য
WhatsApp Logo