Friday, December 8, 2023

দোকানদারের ভুলের কারনে লটারিতে ৬ কোটি টাকা পেলেন ব্যক্তি

Due to the mistake of the shopkeeper, the person got 7 crore rupees in the lottery

 

#নিউজ ডেস্কঃ লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন এক ব্যক্তি। তবে সেই লটারি জয়ের পেছনে রয়েছে দোকানদারের সামান্য মাত্র ভুল। জানা যায়, ভাগ্য বদলের খেলায় বিজয়ী ওই ব্যক্তিটি হলেন, জোশ বুস্টার। ঘটনাটি  আমেরিকায় ঘটেছে।

ব্যক্তি জানিয়েছেন, তিনি গত শুক্রবার (Friday) মেগা মিলিয়ন ড্র উপলক্ষে একটি লটারির টিকিট কাটেন। যেখানে ওই ব্যক্তি দোকানদারকে দিতে বলেছিল পাঁচ সংখ্যার একটি লটারির টিকিট। কিন্তু দোকানদার ভুলবশত তাকে দিয়ে বসে ১ সংখ্যার একটি লটারির টিকিট। এরপর আবারও ভুল করে দোকানদার ৪ সংখ্যার একটি টিকিট দিয়ে বসেন ওই ব্যক্তিকে।
ব্যক্তি জানিয়েছেন, ৪ সংখ্যার সেই লটারির টিকিট নিয়ে শেষপর্যন্ত তিনি বাড়িতে ফিরে যান। এরপর সন্ধ্যা বেলায় সেই টিকিটের নম্বর মেলাতে গিয়ে তিনি লক্ষ্য করেন, লটারিতে ৬ কোটি টাকা জিতেছেন তিনি। 

ব্যক্তি বলেন, শুধুমাত্র দোকানদারের ভুলের কারনেই তিনি লটারিতে ৬ কোটি টাকা জিততে পেরেছেন। ব্যক্তির মতে, দোকানদার যদি তাকে পাঁচ সংখ্যার সেই লটারির টিকিটটা দিত তাহলে সে এতো পড় প্রাইস (prize) কখনোই জিততে পারতো না।

আপনার জন্য
WhatsApp Logo