Saturday, December 2, 2023

দীর্ঘ ৭ মাস পর গোয়াল ঘর থেকে মুক্তি দেওয়া হল হাজার হাজার গরু

After-a-long-6-months-thousands-of-cows-were-released-from-the-barn

#নিউজ ডেস্কঃ দীর্ঘ ৭ মাস পর গোয়াল ঘর থেকে মুক্তি দেওয়া হল হাজার হাজার গরু। আর সেই অভিনভ উপায়ে গরুর দলছুট দেখতেই সুইডেনের (Sweden)  দক্ষিনাঞ্চলে হাজির হয় প্রায় কয়েক হাজার পর্যটক।

জানা যায়, ইউরোপের সর্ব-উত্তরের দেশটিতে প্রচুর ঠান্ডা পড়ে। তাই হিমাঙ্কের তাপমাত্রা থেকে পশু গুলিকে বাঁচাতে সেপ্টেম্বর (September) মাসেই তাদের গোয়ালঘরে ঢোকানো হয়। এরপর দীর্ঘ সময় অন্ধকার ঘরে কাটানোর পর এপ্রিলে (April) পশু গুলিকে চারণভূমিতে ছাড়া হয়। চারণভূমিতে গরু গুলো ৪ মাস স্বাধীনভাবে ঘোরাঘুরি করার সু্যোগ পাবে। 
ভৌগলিক অবস্থানের কারণে ইউরোপের এই দেশটিতে সূর্যোদয় তো দূরের ব্যপার সামান্য আলো পর্যন্ত পৌঁছায় না।

আপনার জন্য
WhatsApp Logo