Friday, December 8, 2023

ত্রিপুরায় জন্ম নিল প্লাস্টিকের বাছুর?

#নিউজ ডেস্কঃ ত্রিপুরার খোয়াই জেলায় জন্ম নিল প্লাস্টিকের মতোন স্বচ্ছ পদার্থ দিয়ে পুরো শরীর ঘেরা পাথর আকৃতির একটি বাছুর। খোয়াইয়ের পূর্বগণকি এলাকার বাসিন্দা রাজেন্দ্র দেবনাথের বাড়িতে জন্ম নেয় বাছুরটি। 

এদিকে শনিবার (Saturday) সকালে অদ্ভুত ওই বাছুরটির জন্মের কথা শুনে রাজেন্দ্র দেবনাথের বাড়িতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ। খবরটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (Social media)। 
 
ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জগন্নাথ বণিক (Jagannath Banik) তিনি জানিয়েছেন, হতে পারে এটি কোন জিনগত সমস্যা। তবে এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন তিনি। বণিক বলে, এই ধরনের বাছুর আগে কখনও দেখেনি।

আপনার জন্য
WhatsApp Logo