Friday, December 8, 2023

ডাকাতের বন্দুকের সামনেও মুরগির ঠ্যাং চিবোতে ব্যস্ত যুবক

The young man was busy chewing chicken legs in front of the robber's gun

#নিউজ ডেস্কঃ রেস্তোরাঁয় কালো টি-সার্ট পড়ে এক ডাকাত বন্দুক হাতে প্রবেশ করতেই ভয়ে সবাই এদিক সেদিক পালাতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এক যুবক তার কাছে সেই ডাকাত পৌঁছলেও ওই যুবক ডাকাতের বন্দুকের সামনে বসে মুরগির ঠ্যাং চিবোতে ব্যস্ত। ঘটনাটি ঘটেছে, ফিলিপাইনে। যার ভিডিও এখন রিতিমত ভাইরাল (Viral)। 

ভিডিওটিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় কালো টি-সার্ট এবং হেলমেট পড়ে এক বন্দুকধারী লোক ভেতরে প্রবেশ করেন। আর তাকে দেখা মাত্রই রেস্তোরাঁর ভিতরের লোকজন প্রাণে বাঁচতে এদিক সেদিক দৌড়তে থাকেন। একথা রেস্তোরাঁর ভেতরে যারা ছিলেন তারা সবাই বেশ আতংকিত। কিন্তু এক যুবক সে এইসব হট্টগোলের মধ্যেও নির্লিপ্ত ভঙ্গিতে মুরগির ঠ্যাং চিবোচ্ছেন। বন্দুকের সামনে বসেও এতটুকুও ভড়কে না গিয়ে নিজের ভোজ দিব্য চালিয়ে যাচ্ছেন ওই যুবক। অন্যদিকে সেই ডাকাত যুবকের কাছে যুবকের ফোন চাইতেই যুবক নিজের ফোনও দিব্যি তাকে দিয়ে দেন। এরপর আবারও নিজের ভোজ খাওয়া শুরু করেন।

ঘটনাটি দেখে রেস্তোরাঁয় উপস্থিত বাকি লোকজন বেশ অবাক হয়ে যান। যেখানে ডাকাত থেকে রেহাই পেতে তারা অবিরাম ছুটে পালাচ্ছেন। সেখানে ওই যুবক নিজের ফোন ডাকাতকে দিয়ে মনের শান্তিতে তার সামনে বসে মুরগির ঠ্যাং খাচ্ছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ভাইরাল। মুরগি-রসিক ওই যুবকের কান্ড এবং সাহস দেখে সবাই বেশ মজা পেয়েছেন।
আপনার জন্য
WhatsApp Logo