Tuesday, December 10, 2024

ঝড়ের কবলে পড়ে উল্টে গেল নিউটনের সেই আপেল গাছ

Newton's apple tree was overturned by the storm

#নিউজ ডেস্কঃ গাছ থেকে একটি আপেল মাথায় এসে পড়ার পরেই “স্যার আইজ্যাক নিউটনের” (Sir Isaac Newton) মাথায় জন্ম নেয় মধ্যাকর্ষণ সুত্রের। কিন্তু সেই আপেল গাছটি এখন আর দাঁড়িয়ে নেই। ঝড়ের কবলে পড়ে উল্টে গিয়েছে সেই আপেল গাছ।

এতো দিন সেই গাছটি ছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে। কিন্তু সম্প্রতি ঝড় ইউনিসের (Eunice) তান্ডবে পড়ে গাছটি উপড়ে পড়ে গিয়েছে বলে জানায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 


বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর ড. স্যামুয়েল ব্রোকিংটন তিনি জানিয়েছেন, যেই আপেল গাছটি মূলত উল্টে গিয়েছে সেটি হচ্ছে মূল গাছেরই একটি ক্লোন গাছ। ১৯৫৪ সালে গাছটি লাগানো হয়েছিল। তবে ছত্রাক সংক্রমণের পর ১৯ ফেব্রুয়ারী (Feburary) শুক্রবার (Friday) ঝড়ের গতিতে উল্টে যায় সেই আপেল গাছ।

ডাঃ স্যামুয়েল বলেন, মূলত যেই গাছটি থেকে আপেল সরাসরি ‘স্যার আইজ্যাক নিউটনের’ মাথায় এসে পড়েছিল সেটি ছিল, লিঙ্কনশায়ারের গ্রান্থামের উলসথর্প ম্যানরে (Ulsthorpe Manor of Grantham, Lincolnshire) গাছ। যা উনিশ শতকে ঝড় হাওয়ায় আগেই পড়ে গিয়েছিল। আর সেই গাছটি থেকেই গ্রাফটিংয়ের (Grafting) মাধ্যমে বংশবিস্তার করে ক্লোন গাছটি তৈরি করা হয়েছে।
 

1/8 We’ve just lost our “Newton’s Apple Tree” to Storm Eunice (gravity is such a downer, arf arf). It was planted in 1954, so has stood at the Brookside entrance @CUBotanicGarden for 68 years. An iconic tree, and sad loss. But what does it mean to be “Newton’s Apple Tree”? … a🧵 pic.twitter.com/LFk6ZxSxZ5

— Samuel Brockington (@brockingtonian) February 19, 2022

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, গাছটির আরো একটি ক্লোন ভার্সন সংরক্ষিত রয়েছে। তবে উল্টে যাওয়া গাছটিকে পুনরায় আবার লাগানো হবে বলে জানায় তারা।

আপনার জন্য
WhatsApp Logo