#নিউজ ডেস্কঃ জেল মূলত একটি সংশোধনাগার। যেখানে কয়েদিদের জীবনে করা খারাপ কাজ গুলিকে সংশোধন করে তাদের নতুন এবং পরিছন্ন জীবন উপহার দেওয়া হয়। তবে আপনি শুনলে অবাক হবেন। এমনই একটি জেল রয়েছে। যেখানে কয়েদিদের সংশোধন করতে তাদের খাওয়ানো হয় নিজেদের মল ও মূত্র।
আর সেই রকমই একটি জেল রয়েছে ফিলিপাইনে। যেই জেল ক্যাটোবাটো কারাগার নামে পরিচিত। সেখানে জেল কয়েদিদের সাথে করা হয় নরকীয় আচরণ।
পরিসংখ্যান করে দেখা গিয়েছে, অনন্য দেশের তুলনায় ফিলিপাইনে অপরাধ মূলক কাজ বেশি হয়। তবে আসামিদের সংখ্যার কথা মাথায় রেখে সেদেশের জেল গুলিকে বানানো হয়নি। তাই অপরাধীরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার দরুন আসামিদের বিভিন্ন খোলা স্থানেই মল-মূত্র ত্যাগ করতে হয়। তবে আশ্চর্যজনক বিষয়টি হল, কোন কোন জেল সুপার কয়েদিদের শান্তি দেবার জন্য ওই মল মূত্রই আবার খেতে বাধ্য করান তাদের। এমনকি মল-মূত্র খেয়ে যতক্ষন না কোন আসামি বমি করে দিচ্ছে ততক্ষন অব্দি সেগুলি খেতে বাধ্য করানো হয় তাদের।
ফিলিপাইনের ক্যাটোবাটো নামে সেই জেলে এমন নৃশংসতা কাজ দেখে চমকে উঠেন অনেকেই। যদিও জেল আসামিদের সাথে এরকম নরকীয় কাজের জন্য ইউনাইটেড নেশন (United Nations) এ আওয়াজ তুলেছেন বহু মানুষ। কিন্তু তার পরেও ফিলিপাইন সরকার এই ঘটনায় কর্ণপাত করেনি। সেখানে দেদার বন্দীদের খাওয়ানো হচ্ছে মল-মূত্র।