#নিউজ ডেস্কঃ ছুটি কাটাতে বাড়িতে এসে দিঘির জলে ডুবে মৃত্যু হল রিন্টু মন্ডলের। রিন্টু পেশায় একজন ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলের দায়িত্বে থাকা এক কর্মী। এদিন সোমবার (Monday) ১১ এপ্রিল (April) বীরভূমে (Birbhum) তার নিজ বাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, রিন্টু (২৫) মূলত কাশ্মীরে (Kashmir) তার কর্তব্যরত ডিউটি থেকে ছুটি নিয়ে ৬ দিন আগে বাড়িতে ফেরেন। এবং সোমবার (Monday) গ্ৰামের শিব পূজো উপলক্ষে বন্ধুদের সাথে স্নান করতে স্থানীয় একটি দিঘিতে নেমে পড়েন তিনি। এরপর সেই দিঘির জলেই তলিয়ে যায় রিন্টু। এরপর দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও রিন্টুর কোন খোঁজ না মেলায় স্থানীয়রা খবর দেন পুলিশ। এবং পুলিশ এসে তারা দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রিন্টুর খোঁজ পান তারা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল। জল থেকে রিন্টুর দেহ তোলা হলে দেখা যায় সে আর বেঁচে নেই।
এদিকে সেই রিন্টু ছিল আবার গ্ৰামবাসীদের কাছে অত্যন্ত প্রিয় পাত্র। তাই রিন্টুর মৃত্যুতে পুরো গ্ৰামে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, পুলিশ রিন্টুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।