Saturday, December 2, 2023

ছিঃ! উত্তর প্রদেশে গরুকে ধর্ষন করলো যুবক

#নিউজ ডেস্কঃ উত্তর প্রদেশ রাজ্যে লখনউ (Lucknow) জেলায় খামারের ভিতর একটি গরুকে ধর্ষনের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর ব্যপক চাঞ্চল্য তৈরি হয় ওই এলাকায়। গত ২৩ এপ্রিল (April) বিকৃত মানসিকতার এই ঘটনা ঘটে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খামারের ভিতর একটি গরুর সাথে আপত্তিকর অবস্থায় ওই যুবককে দেখে ফেলে প্রতিবেশী জিতেন্দ্র যাদব (Jitendra Yadav)। আর এরপরেই তিনি খামার মালিককে খবর দেন। ঘটনার পর দিন অর্থাৎ মঙ্গলবার (Tuesday) খামারের CCTV ফুটেজ খুঁটিয়ে দেখলে বিষয়টি ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। 

গরুকে ধর্ষনের খবর ছড়িয়ে পড়ে গোটা গ্ৰামে। উত্তেজনা ছড়িয়ে পড়ে চারিদিকে। এরপর গ্ৰামে পুলিশ ডেকে অভিযুক্ত ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন গ্ৰামবাসিরা। ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
 
উল্লেখ্য, এই ঘটনার পর এটা প্রমাণ হয়ে যায় যে, মানুষের লোভ আর লালসা থেকে মানুষ তো দুরের কথা স্বয়ং পশুরাও নিরাপদ নয়।


আপনার জন্য
WhatsApp Logo