#নিউজ ডেস্কঃ তীব্র গরম থেকে বাঁচতে পুরো গাড়িতে গোবর লেপন করলেন গুজরাটের (Gujarat) জাতিন পাটেল নামে এক ব্যক্তি। এই বিষয়ে ওই ব্যক্তি বলেন, গাড়িতে গোবর (Dung) লেপনের পর বাইরের তাপমাত্রার এবং গাড়ির ভেতরের তাপমাত্রা মধ্যে অনেক পার্থক্য বুঝতে পারছেন তিনি।
ব্যক্তি বলেন, তিনি মোট ৫ হাজার টাকা খরচ করে ৩ ঘন্টার পরিশ্রমে পুরো গাড়িতে গোবর লেপন করতে সক্ষম হয়েছেন।
জানা গিয়েছে, ২৬ মার্চ (March) ওই ব্যক্তি কাজের সুত্রে কালধী (Kaaldhi) নামক একটি গ্ৰামে গিয়েছিলেন। সেখানে তিনি লক্ষ্য করেন, গ্ৰামের মানুষজন গরম থেকে বাঁচতে পুরো বাড়িতে গোবর লেপন করেছেন। আর সেখান থেকেই মূলত জাতি পাটেল (Jati Patel) নামে ওই ব্যক্তির মাথায় বুদ্ধি আসে। তিনি নিজের গাড়িতেও গোবর লেপন করার সিদ্ধান্ত নেন।
এমনকি গাড়িতে গোবর লেপনের পর ওই ব্যক্তি নিজের মোবাইলে থাকা থার্মোমিটার (Thermometer) দিয়েও গাড়ির ভেতরের পূর্বের তাপমাত্রা এবং বর্তমান তাপমাত্রার মধ্যে পার্থক্য দেখিয়েছেন। যা কিনা সত্যই ফলদায়ক।