#নিউজ ডেস্কঃ কুকুর বলে গালি দেওয়ায় একই পরিবারের ৬ জনকে কামড়ানোর অভিযোগ উঠলো অন্য আরেক পরিবারের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ওই পরিবারের সদস্যদের ভর্তি করা হয় হসপিটালে। ঘটনাটি ঘটেছে, ২২ এপ্রিল (April) শুক্রবার বাংলাদেশের (Bangladesh) পটুয়াখালীতে। খবর সুত্র, চ্যানেল ২৪।
খবরে বলা হয়, উপজেলায় আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামে সত্তার শিকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। যেখানে কালাম সর্দার জব্বার নামে এক ব্যক্তি মাস্টারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাবুল হাওলাদারের দশ বছরের ছেলে বিজয় তাকে ‘কুত্তা কালাম’ বলে ডাক দেয়। আর এর পরেই ওই ব্যক্তি বাড়িতে গিয়ে তার মেজো ভাই সালাম সর্দারকে বিষয়টি জানায়। এরপর সালাম ও তার পরিবারের বাকি সদস্যরা মিলে শিকদারের বাড়িতে হামলা চালায়। জানা যায়, দুই পরিবারের মধ্যে নাকি আগে থেকেই অন্তর্বর্তী ঝামেলা চলছিলো।
এরপর ভুক্তভোগীর পরিবার ১৯৯ এ কল করলে পুলিশ এসে তাদের হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডাক্তার বলেন, কামড়ে গুরুতর আহত হয় দুজন। পুলিশ জানিয়েছে, দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিলো।
#আরো পড়ুনঃ ইন্টারনেটে সংযোগ ছাড়া ইউটিউব দেখার উপায়