Thursday, December 7, 2023

ওয়াশিংটনে বন্দুকবাজের হামলায় আহত শিশু সহ ৩ জন

Three people, including a child, were injured in a gun attack in Washington

#নিউজ ডেস্কঃ ওয়াশিংটনে বন্দুকবাজের হামলায় গুরুতর আহত হয়েছে শিশু সহ ৩ জন। শুক্রবার (Friday) ২২ এপ্রিল এই ঘটনা ঘটে বলে জানায় ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা বেশ আশংকা জনক।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানেক্টিকাট অ্যাভিনিউ এলাকায় বিকেলের দিকে এই হামলা চালানো হয়। ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী ১ মিনিটেরও অধিক সময় ধরে গুলিবর্ষণ করে। এবং পরে সেখানে থেকে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় নিরাপত্তা বাহিনী। তারা পুরো এলাকা ঘিরে ফেলে। এমনকি নাকাবন্দি করে রাখা হয় ইউনিভার্সিটি অব ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার আশপাশ। পুলিশ হামলাকারীর খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালায়। তবে ওই হামলাকারীকে এখনও খুঁজে পাওয়া যায়নি। এরমধ্যেই ঘটনায় তদন্ত দায়ভার হাতে নিয়েছে এফবিআই।

আপনার জন্য
WhatsApp Logo