একই পরিবারের ৫ জন সদস্য প্রচুর লম্বা, বিশ্ব রেকর্ড তৈরি করলেন এই পরিবার

5-members-of-the-same-family-very-tall-this-family-set-a-world-record

#নিউজ ডেস্কঃ একই পরিবারের ৫ জন সদস্য তারা প্রচুর লম্বা। তাই গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World record) ইতিমধ্যেই নিজেদের নাম দাখিল করে ফেলেছেন এই পরিবারটি।

হিন্দুস্তান টাইমস এর একটি প্রতিবেদনে বলা হয়, ‘ট্র্যাপ’ হল সেই পরিবারটির নাম। যেই পরিবারের সকল সদস্যরাই বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এবং এই পরিবারটি আমেরিকার বাসিন্দা।
জানা গেছে, ট্র্যাপ পরিবারের ৫ সদস্য যথাক্রমে স্কট, ক্রিসি, সাভানা, মলিঅ্যাডাম। তাদের গড় উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। এবং তাদের প্রত্যেকের উচ্চতা যদি একসঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে একটি টেনিস কোর্টের অর্ধেক সমান উচ্চতা হবে তাদের। পরিবারটি ২০২০ সালের ডিসেম্বর (December) মাসে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম দাখিল করেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment