Thursday, December 7, 2023

ইফতারের আগমুহূর্তে আফগানিস্তানে আবারও বোমা হামলা, মৃত্যু ৯

At least nine people have been killed in a bomb blast in Afghanistan just before Iftar

#নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার (Thursday) ২৮ এপ্রিল (April) আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুই দফা বোমা হামলায় নিহত হয়েছে ৯ জন। সন্ধ্যাবেলায় ঘটা এই বিস্ফোরণে আরোও আহত হয়েছেন ১৩জন। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, মাজার-ই-শরিফ শহরে দুটি গাড়ির ভিতর রাখা হয়েছিল বোমা গুলিকে। যা ইফতারের ঠিক আগমুহূর্তেই বাজার এলাকায় বিস্ফোরিত হয়। পুলিশ জানায়, এই হামলার দায় এখনও কোন জঙ্গী সংগঠন স্বীকার করেনি। তবে প্রাথমিক ভাবে আইএসআইয়ের দিকে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ বলেছে, সংখ্যালঘু শিয়া ও হাজরা গোষ্ঠীর মানুষেরাই বারবার হামলার শিকার হচ্ছেন। গত সপ্তাহে মাজার-ই-শরিফের একটি মসজিদে বোমা হামলায় নামাজ আদায়কারী ৩৩ জন শিয়া মুসলিমের মৃত্যু হয়েছিল।
আপনার জন্য
WhatsApp Logo