আসবাবপত্র নিয়ে যুদ্ধ, বর সহ যাত্রীদের ৩ দিন ঘরে আটকে রাখলো কনেপক্ষ

Fighting over furniture, the bride and groom kept the passengers at home for 3 days

#নিউজ ডেস্কঃ আসবাবপত্রের ভাড়া নিয়ে বর যাত্রীর কুরুক্ষেত্র যুদ্ধ। আর তার জেরেই বর সহ যাত্রীদের একটি ঘরে টানা ৩ দিন বন্দী করে রাখলো কনে পক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে, আলিপুরদুয়ারে (Alipurduar) পশ্চিম মাদারিহাটে গ্ৰামে। পরে পুলিশ গিয়ে আটকে পড়া বর যাত্রীদের উদ্ধার করে।

জানা গিয়েছে, এদিন শুক্রবার (Friday) শুকটাবাড়ির নূর হোসেনের বড় ছেলে আবু বক্কর সিদ্দিকির (Abu Bakkar Siddiqui) সঙ্গে পশ্চিম মাদারিহাটের আনোয়ার হোসেনের মেয়ের বিয়ে ঠিক হয়। কনের বাবার অভিযোগ, বিদায়ের শেষ বেলায় আসবাবপত্রের ভাড়া নিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেয় বরপক্ষ। এমনকি ওরা আমার মেয়েকে মারতে উঠে। তাই ওদেরকে আটকে রাখা হয়েছে। এবং ওদের কাছ থেকে আমরা সব টাকা ফেরত চাই।

কনের বাবা আনোয়ার হোসেন (Anwar Hossain) তিনি বলেন, বিয়ে বাবদ ৬০ হাজার টাকা সহ ভারী সোনার গয়না এবং আসবাবপত্রের দাবি করেছিল বর পক্ষ।কিন্তু তাদের ৪৬ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। কথা ছিল আর বাকি টাকা বিয়ের ৭ দিনের মাথায় দেওয়া হবে। কিন্তু বিয়ে করতে এসে বর পক্ষ বেঁকে বসে। মূলত তার থেকেই এই ঝামেলার সুত্রপাত।
 
ঘটনায় পাত্র আবু বক্কর তিনি জানিয়েছেন, এই ঝামেলার বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি শুধু বিয়ে করতে এসেছিলেন। এবং এই ঝামেলার দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে বউ নিয়ে তিনি বাড়ি ফিরতে চান।
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment