Saturday, December 2, 2023

আলু বাছাই করতেই বেড়িয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা

#নিউজ ডেস্কঃ আলু বাছাই করতেই তার মধ্যে থেকে বেড়িয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা। নিউজিল্যান্ডের (New Zealand) অকল্যান্ডের কাছে মাতামাতা নামক জায়গার একটি খামার থেকে পটেটো চিপস তৈরি করার জন্য আনা হয়েছিল ওই প্রচুর সংখ্যক আলু গুলো।

কারখানার এক কর্মী বলেন, তিনি যখন মাটি মাখানো আলু গুলো ধুচ্ছিলেন। তখন তার মধ্যেকার একটি আলু দেখে তার বেশ সন্দেহ হয়। এরপর সঙ্গে সঙ্গেই তিনি কারখানার বাকি কর্মচারীদের ডেকে আনেন। আলুটি আলুর মতোন দেখতে হলেও সেটি ছিল মূলত একটি বোমা। যার গায়ে লেখা ছিল বোমা তৈরির সময়কাল।

আর এর পরেই কারখানার কর্মচারীরা খবর দেন পুলিশে। এবং পুলিশ এসে তারা বোম স্কোয়ারটকে (Bomb Square) সাথে নিয়ে সেই গ্রেনেড বোমটি পরিক্ষা করতে থাকেন। পুলিশ জানায়, বোমটি বিস্ফোরিত হবার কোন লক্ষণ নেই। কারণ বোমাটি ছিল নিষ্ক্রিয়।

জানা গেছে, ওই গ্রেনেড বোমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের। বোমটি একসময় প্রশিক্ষণের কাজে ব্যবহার হত।
আপনার জন্য
WhatsApp Logo