#নিউজ ডেস্কঃ প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবিতে শনিবার (Saturday) ১৬ মার্চ (March) আবারও উত্তাল হয়ে উঠে শ্রীলংকার রাজধানী কলম্বোর (Colombo)।
এদিন প্রেসিডেন্ট প্যালেসের সামনে জড় হয় হাজারেরও বেশি বিক্ষোভকারী দল। এমনকি তারা রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দিতে থাকে সরকারবিরোধী স্লোগান। বিভিন্ন শহরে বিদ্যুৎ ও জল পরিষেবা না থাকায় এই বিক্ষোভ জানায় আন্দোলনকারীরা।
জানা যায়, প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবিতেও তারা দিতে থাকে গো হোম গোতাবায়া নামে এই স্লোগাটি।
উল্লেখ, গত কয়েকমাস ধরেই ভয়াবহ আর্থিক সংকটের মুখে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রা ভান্ডার প্রায় শেষ পর্যায় চলে এসেছে। যার ফলে কাগজের অভাবে দেশটিতে বাতিল করা হয় পরিক্ষা। ছড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া।