Saturday, December 2, 2023

৯০০ টাকায় কিনতে হচ্ছে ৪০০ গ্ৰাম দুধ! ভয়াবহ সুনামী শ্রীলঙ্কার অর্থনীতিতে

#নিউজ ডেস্কঃ চীন সহ অন্যান্য দেশ গুলি থেকে ঋণ নিয়ে দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কার অর্থনীতি। ইতিমধ্যেই সেই দেশটিতে মাত্রাধিক ছাড়িয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। সেদেশে চিনি ৩২৮ টাকা,প্রতি কেজি চাল ৫৬৫ টাকা। তবে এবার আশ্চর্যজনক ভাবে মূল্য বৃদ্ধি হয়েছে দুধের দামও। ৪০০ গ্ৰাম দুধ কিনতে দিতে হচ্ছে ৯০০ টাকা।

শ্রীলঙ্কার এরুপ অর্থনীতি দেখে মনে পড়ে যায় গ্ৰিসের (Greece) কথা। কিভাবে চোখের সামনে দেউলিয়া হয়ে গেছিল সেই দেশটি। এবার শ্রীলঙ্কাও সেই পথে।
তবে এই বিষয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রাজাপাকসে (Rajapaksa) তিনি দেশে ভঙ্গুর অর্থনীতির দিক থেকে নিজের চোখ সরিয়ে রেখেছেন। তার দাবি, এই সংকটের জন্য তিনি এবং তার প্রশাসন কোন ভাবেই দায়ী নয়। তাই তিনি এই দোষ নিজের ঘাড়ে নিয়ে চাইছেন না।

রিপোর্ট অনুযায়ী, জানুয়ারিতে (January) শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রা ভান্ডার ৭০ শতাংশ কমে ২.৬৩ বিলিয়ন ডলারে চলে আসে। এবং আগামী ১২ মাসে ৬০ কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে শ্রীলঙ্কাকে। যার মধ্যে ৬০% ঋণ রয়েছে চীনের।

আপনার জন্য
WhatsApp Logo