Saturday, December 2, 2023

৮০০ বার কামড়ে তরুণীর পুরো চেহারা খুবলে খেল প্রতিবেশী ২ কুকুর!

#নিউজ ডেস্কঃ  ২২ তম জন্মদিনে তরুণীর উপর ঝাপিয়ে পড়ে তার চোখ,নাক,কান খুবলে খেল জার্মান শেফার্ড (German Shepherd) ও অন্যটি বেল্ডার (Builder) নামক দুই কুকুর।‌‌‌ এমনি ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরেই দমানো যায়নি সেই কুকুর দুটিকে। এরপর গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয় জ্যাকুলিন নামে ওই তরুণীকে।

জানা যায়, ডালালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের (University of Texas at Dallas) একজন শিক্ষার্থী ছিলেন জ্যাকুলিন।  গত ডিসেম্বর মাসে জ্যাকুলিনের জন্মদিনে তার  প্রতিবেশী দম্পতি ডাঃ ডাস্টিন এবং তার স্ত্রী অ্যাশলে তারা তাদের দুই কুকুরকে নিয়ে জ্যাকুলিনের বাড়িতে হাজির হন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। কিন্তু দরজা খোলা মাত্রই ওই তরুণীর উপর ঝাপিয়ে পড়ে জার্মান শেফার্ড ও বেল্ডার। কুকুর দুটি জ্যাকুলিনকে ৮০০ বারেরও বেশি কামড়ে তার নাক,মুখ, চোখ খুবলে খেয়ে নেয়।

এরপর পুলিশে খবর দেওয়া হলে তারাও এসে সেই কুকুর দুটিকে দমাতে পারেনি। শেষমেষ অন্য একটি উপায়ে জ্যাকুলিনকে উদ্ধার করে তারা তাকে হসপিটালে ভর্তি করান। কিন্তু ততক্ষণে জ্যাকুলিনের চেহারায় মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছিল।

BBC-তে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যাকুলিন জানিয়েছেন, প্রথমে তার মনে হয়েছিল সেই কুকুর দুটি তাকে কামড়েই মেরে ফেলবে। কিন্তু শেষপর্যন্ত কুকুর দুটির হাত থেকে রক্ষা পান তিনি। জানা গিয়েছে, কুকুর দুটি তার চেহারা ৩০ শতাংশ কামড়ে খেয়ে ফেলেছিল। এরপর জ্যাকুলিনের চেহারার স্কিন গ্ৰাফিট (Skin graft) করানো হয়। এবং এক সাপ্তাহের বেশি সময় ধরে কোমায় থাকে সে।

তার সাথে মেয়েকে জীবিত ফিরত পেয়ে জ্যাকুলিনের মা তিনিও বেশ আনন্দিত হন। জ্যাকুলিনের পুরো চেহারার ব্যান্ডেজ করা ছিল।

আপনার জন্য
WhatsApp Logo