Saturday, December 2, 2023

১৭ বার গুলিবিদ্ধ হবার পরেও বিশ্বে শান্তির বার্তা ছড়াচ্ছে এই কুকুর

#নিউজ ডেস্কঃ  সারা শরীরে ১৭ টি গুলিবিদ্ধ হওয়ার স্পষ্ট ক্ষত। কখনো গুলির আঘাতে উড়ে গিয়েছে ডান দিকের কান, কখনো বা ভেঙে গেছে মুখের চোয়াল। কিন্তু তা সত্ত্বেও ১৭ টি গুলি প্রাণটা কেড়ে নিতে পারেনি ম্যাগির। তাই তো বেঁচে ফিরে এসে গোটা বিশ্ববাসীর কাছে শান্তির বার্তা ছড়াচ্ছে এই লড়াকু  কুকুর।

গত বছর লেবাননের (Lebanon) যুদ্ধ বিধ্বস্ত একটি এলাকা থেকে উদ্ধার করা হয় ৫ বছর বয়সী সারমেটিকে (Cermetic)। যা গোটা বিশ্বের কাছে এখন থেরাপি ডগ হিসাবে পরিচিত।। ম্যাগিকে একটি বাক্সের ভেতর থেকে  উদ্ধার করে Wild at heart ‘ নামে এক চ্যারিটি সংস্থা। উদ্ধারের পর তাকে সোজা উড়িয়ে আনা হয় ব্রিটেনে। এবং সেখানে ম্যাগির সম্পুর্ন চিকিৎসা শুরু করা হয়।

চিকিৎসার পর ম্যাগি সুস্থ হয়ে উঠলে এরপর সে কাজ করে থেরাপি ডগ হিসাবে। তার আগে পর্যাপ্ত ট্রেনিং করানো হয় তাকে দিয়ে। এরপর সমস্ত পরিক্ষায় পাশ করে ম্যাগি। আর এখন পুরো বিশ্বের কাছে যুদ্ধের বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে লোকের মুখে হাসি ফুটিয়ে তুলছে এই থেরাপি ডগ।

#আরো পড়ুনঃ মঙ্গল গ্রহে ফুল ফুটেছে, দাবি নাসার!


আপনার জন্য
WhatsApp Logo