Saturday, December 2, 2023

হসপিটালের রিপোর্টে উল্লেখ, গর্ভবতী যুবক!

Mentioned in the hospital report, a young man pregnant!

#নিউজ ডেস্কঃ বিদেশে যাবেন বলে ১ মার্চ (March) কুমিল্লার(Bangladesh) গৌরিপুরে দাউদকান্দি নামক একটি হাসপাতালে হেপাটাইটিস-B পরিক্ষা করার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু কিছুদিন পর ৩ মার্চ (March)  রিপোর্ট আসে সে নাকি ২ মাসের অন্তঃসত্ত্বা।

এদিকে হসপিটালের(Hospital) তরফে এমন রিপোর্ট প্রকাশে ওই ব্যক্তি  ক্ষুব্ধ হয়ে যান তাতে। কিভাবে একজন পুরুষ মানুষ অন্তঃসত্ত্বা হয় সেটাই তার প্রশ্ন। 

এই বিষয়ে, দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট মোঃ মকবোশ হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, একজন পুরুষ মানুষ কখনোই অন্তঃসত্ত্বা হয়না। অন্তঃসত্ত্বা পরিক্ষা করতে গেলে প্রস্রাবের প্রয়োজন হয়। আর উনি তো একজন পুরুষ। হয়তো ভিড়ের কারণে এমন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে।

তবে এই বিষয়ে ওই ভুক্তভোগী রোগী তিনি জানিয়েছেন , পড়া লেখা করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাবেন বলে ভাবছিলেন। এদিকে হসপিটালের তরফে এমন রিপোর্ট আসে। রিপোর্টটি এখনো সংশোধন করা হয়নি বলে জানান তিনি।

আপনার জন্য
WhatsApp Logo