Saturday, December 2, 2023

স্বামী মসজিদের ব্যাটারি চুরি করাতে তাকে তালাক দিলেন স্ত্রী!

#নিউজ ডেস্কঃ স্বামী মসজিদের ব্যাটারি চুরি করায় গ্ৰামের মোড়ল দের সামনে স্বামীকে তালাক দিলেন মাসুমা বেগম নামে এক মহিলা। ঘটনাটি ঘটেছে,শনিবার (Saturday) নিশানবাড়িয়া উপজেলার বথিপাড়ায় এলাকায়। (Bangladesh) ।

জানা গেছে, ওই মহিলার দ্বিতীয় স্বামী ফোরকান (Forkan) কোন কাজ কর্ম না করে এদিক সেদিক চুরি করে বেড়াতেন তিনি। এবং এই নিয়ে তাদের সংসারে ঝামেলা অশান্তি লেগেই থাকতো। এরপর শনিবার ভোর রাতে নিশাবাড়িয়া ইউনিয়ন এলাকার একটি মসজিদের ৩ টে সৌরবিদ্যুৎ ব্যাটারি চুরি করে ফোরকান। কিন্তু ওই ব্যাটারি গুলো চুরি করে কাজ সারতে পারেননি তিনি। কিছুদূর যেতেই এক স্থানীয়ের হাতে ধরা পড়ে সে।

ধরা পড়ার পর ফোরকান নিজের মুখেই ব্যাটারি গুলি চুরির কথা স্বীকার করেন। এবং ব্যাটারি চুরির অপরাধে ফোরকানকে গ্ৰামের সালিশি এবং মীমাংসা বৈঠকে বসানো হয়। এরপর সেখানে তার স্ত্রীকেও ডাকা হয়। এবং স্ত্রী মাসুমা বেগম (৪৬) গ্ৰামের কাজি’দের  সামনে স্বামীর এরুপ কার্যকলাপ দেখে তাকে তালাক দিয়ে দেন।

এই বিষয়ে মাসুমা বেগম তিনি জানিয়েছেন, যে স্বামী আল্লাহর ঘর থেকে ব্যাটারি চুরি করতে পারে তার সাথে আর যাই হোক সংসার করা যায় না। খবর সুত্রঃ (সময় কাল)
আপনার জন্য
WhatsApp Logo