Friday, December 1, 2023

স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে তার উপর বাথরুম তৈরি করলো স্বামী!

##নিউজ ডেস্কঃ স্ত্রীকে প্রথমে খুন করে তার মরদেহ সিঁড়ির নিচে পুঁতে দেয় স্বামী। এরপর সেই মৃতদেহটিকে  লোপাট করতে তার উপর কংক্রিট দিয়ে ঢালাই করে তৈরি করা হয় বাথরুম।

দুর্ধর্ষকর এই ঘটনাটি ঘটেছে ৪ মার্চ  (March), নদীয়া জেলার (Nadia) ধানতলা থানার অন্তর্গত শংকরপুর গ্ৰামে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর ঝগড়ার পরেই স্বামী রবীন্দ্রনাথনাথ রায় তার তৃতীয় পক্ষের স্ত্রী মাম্পিকে  হত্যা করে তাকে ঘরের সিঁড়ির নিচে গর্ত করে পুতে দেয়। এরপর প্রমাণ লোপাট করতে দেহটির উপর ঢালাই করে তৈরি করা হয় বাথরুম।

জানা গিয়েছে, রবীন্দ্রনাথ এর আগেও তিনি ২ টি বিয়ে করেন। এবং তাদেরকেও মারধোর করে বাপের  বাড়ি পাঠিয়ে দেয় সে। মাম্পি ছিল তার তৃতীয় পক্ষের স্ত্রী।  

এরপরেই রবীন্দ্রের বলা বন্ধুদের মুখ ফসকে বেরিয়ে যায় তার স্ত্রীকে হত্যার কথা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, ধানতলা থানার পুলিশ এবং রানাঘাট(Ranaghat) ২ নং ব্লকের বিডিও। তারা মাটি খুঁড়ে বের করে সেই মৃতদেহটিকে। তবে ঘটনা জানাজানি হতেই, সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী। পুলিশ জানিয়েছে, তারা রবীন্দ্রকে অতিসত্বর ধরার চেষ্টা চালাচ্ছে। 

##আরো পড়ুনঃ পুতিনের গার্লফ্রেন্ড নিয়ে চর্চা সর্বত্র , আসলে কে সেই নারী? 

আপনার জন্য
WhatsApp Logo