#নিউজ ডেস্কঃ স্বামী প্রতিনিয়তই বুঝতে পারছিলেন যে স্ত্রী তাকে ঠকাচ্ছে। তাই স্ত্রীকে উচিত শিক্ষা দিতে নিজের শাশুড়ির সাথেই সম্পর্ক স্থাপন করলেন যুক্তরাষ্ট্রে (United States) বসবাসরত রেডিট নামে এক যুবক। এমনকি শাশুড়ির সাথে সম্পর্ক স্থাপনের পর তারপর কি ঘটলো সে কথা ওই যুবক নিজের মুখেই শিকার করেন।
রেডিট তার সোশ্যাল মিডিয়া (Social media) একটি পোষ্টে লিখেছেন, আমি ধরতে পেরেছিলাম যে আমার স্ত্রী আমাকে ধোঁকা দিচ্ছে। তাই স্ত্রীকে উচিত শিক্ষা দিতে শাশুড়ির সাথে অত্যধিক মাত্রায় মেলামেশা শুরু করে দিই। একসময় আমাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে। আর আশ্চর্য জনক ভাবে তার স্ত্রী এটা বুঝতে পেরে পরে রেডিটের আবারও কাছে চলে আসেন তিনি।
এদিকে রেডিট (Reddit) তার গোপন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেয়ার করতেই তাকে নিয়ে শুরু হয় নানান চর্চা। অনেকে আবার রেডিটের মতোন তাদেরও নিজেদের গোপন কথা তার সঙ্গে সেয়ার করেন।
#আরো পড়ুনঃ ফুলশয্যার খাটে অপেক্ষারত বউ, বর এলো না এলো লাশ!