#নিউজ ডেস্কঃ সুইডেনের দক্ষিনাঞ্চলের একটি মাধ্যমিক স্কুলে এক ছাত্রের ছুড়ি চালানোর ঘটনায় দুই ম্যাডাম সহ ১৮ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এবং পুলিশ (police) সোমবার (Monday) ঘটনাস্থল থেকে ওই হামলাকারী ছাত্রকে গ্রেফতার করে।
জানা গেছে, দেশটির বৃহত্তম শহর মালমোতে (Malmot) এই হামলার ঘটনা ঘটে। এবং নিহত দুই শিক্ষিকা ওই স্কুলে বেশ কয়েকবছর ধরেই চাকরি করতেন বলে জানা যায়। ঘটনায় পুলিশ জানায়, এই হামলার পিছনে কোন সন্ত্রাসবাদী গ্ৰুপের হাত নেই। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।
#আরো পড়ুনঃ এক দিনেই জীবন শেষ ৩০০ রুশ সেনার